প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবন ‘কমিউনিটি ক্লিনিক’ মডেলের স্বীকৃতি দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন, ‘আমাদের কমিউনিটি ক্লিনিক নিয়ে জাতিসংঘে স্বাস্থ্যবিষয়ক একটি রেজুলেশন হয়েছে। এটা বাংলাদেশের সবার জন্য গর্বের। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কমিউনিটি ক্লিনিক ধারণার একটি চূড়ান্ত স্বীকৃতি দেওয়া হয়েছে।’
আজ বুধবার (১৭ মে) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখ্য সচিব এসব কথা বলেন। বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্য নিয়ে জাতিসংঘে পাস হওয়া এক রেজুলেশনে কমিউনিটি ক্লিনিকের বৈশ্বিক স্বীকৃতি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘একটা আনন্দের সংবাদ দিতে চাই। সবাই জেনে আনন্দিত হবেন যে, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উদ্ভাবনী মডেল কমিউনিটি ক্লিনিক নিয়ে জাতিসংঘ কর্তৃক স্বাস্থ্যবিষয়ক একটি রেজুলেশন হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কমিউনিটি ক্লিনিক ধারণার একটা চূড়ান্ত স্বীকৃতি প্রদান হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য সেবায় বাংলাদেশ আন্তর্জাতিক মহলে এক অনুকরণীয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেল এই রেজুলেশনের মাধ্যমে। প্রধানমন্ত্রীর উদ্যোগের জাতিসংঘের স্বীকৃতি নিয়ে আমরা বাংলাদেশের সবাই গর্ব করতে পারি।’
প্রধনামন্ত্রীর মূখ্য সচিব বলেন, ‘কমিউনিটি ক্লিনিক বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের সবচেয়ে বড় উদাহরণ। এখানে জমি জনগণ দিচ্ছে, ভবন নির্মাণ করে দিচ্ছে সরকার, সেবাদানে স্বাস্থ্যসেবাকর্মী সেটি সরকার দিচ্ছে। ওষুধ, যন্ত্রপাতিসহ সকল উপকরণ সরকার দিচ্ছে।’
বাংলাদেশে স্বাস্থ্য খাতের উন্নতির পেছনে কমিউনিটি ক্লিনিকের অনেক অবদান রয়েছে জানিয়ে তোফাজ্জল হোসেন বলেন, ‘স্বাস্থ্যসেবার উন্নতি, মানুষের গড় আয়ু বৃদ্ধি পাওয়া বা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নতুন নতুন সৃষ্টিশীলতার তৈরি হয়েছে সেগুলো সবই কিন্তু কমিউনিটি ক্লিনিকের মাধ্যমেই শুরু।’