আগুনসন্ত্রাসে জড়িত বিএনপিনেতাদের তালিকা করছে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির যেসব নেতাকর্মী আগুনসন্ত্রাসে জড়িত ছিল এবং নির্বাচনে বাধা দিয়েছে, তাদের তালিকা করছে সরকার। এই তালিকা যেখানে পৌঁছানো প্রয়োজন আমরা সেখানে পৌঁছে দেব। নিজেও একটি মামলার বাদী হব।’

আজ রোববার (৪ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। বিএনপির নেতাকর্মীদের হত্যা-গুম, মামলা দিয়ে হয়রানি ও নির্যাতনকারী পুলিশ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তালিকা করা হচ্ছে, দলটির এমন বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা জানালেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, ‘কিছু প্রতিষ্ঠান আছে—যারা পেশাদার সমালোচক, আর কিছু আছে রাজনৈতিক সমালোচক। যারা বলছেন প্রস্তাবিত বাজেটটি ঘাটতির বাজেট, পড়াশোনা করে সমালোচনা করলে বাজেট নিয়ে এ ধরনের কথা বলতে পারতেন না। কারণ বাংলাদেশের বাজেট ঘাটতি ৫ দশমিক ২, আর ভারতের হলো ৫ দশমিক ৯, যুক্তরাজ্যে ৬। এছাড়া ১০০ এর বেশি দেশে ঘাটতি বাজেট দিচ্ছে। তাহলে শুধু বাংলাদেশের বাজেট কীভাবে ঘাটতির বাজেট হলো?’

তথ্যমন্ত্রী বলেন, ‘যারা রাজনৈতিক সমালোচক তাদের জন্য বলব, এটা গরিবের বাজেট। কারণ দুই কোটি মানুষকে কম দামে খাদ্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই যারা বাজেট নিয়ে সমালোচনা করছেন, তারা এখান থেকে সরে এসে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। কারণ তত্ত্বাবধায়কের দাবি মাঠে মারা গেছে। পৃথিবীর কোনো দেশই তাদের দাবি সাপোর্ট (সমর্থন) করেনি।’

যুক্তরাষ্ট্রে না যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগেও অত্যন্ত ভালো ছিল, এখনও আছে। তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এতটুকু নষ্ট হয়নি। তবে প্রধানমন্ত্রী যা বলেছেন, সেটা হলো দক্ষিণ আমেরিকার সঙ্গেও বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক ভালো। আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গেও বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক আছে।’