আফছারুল আমীনের আসন শূন্য ঘোষণা করে গেজেট

সদ্য প্রয়াত চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আফছারুল আমীনের সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়।

রোববার (৪ জুন) সংসদ সচিবালয়ে সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত ওই গেজেটে বলা হয়েছে, গত শুক্রবার (২ জুন) চট্টগ্রাম-১০ আসনের এমপি আফছারুল আমীন রাজধানীর একটি হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। ওইদিন থেকে চট্টগ্রাম-১০ আসনটি শূন্য ঘোষণা করা হলো।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. আফছারুল আমীন চট্টগ্রাম-১০ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই সঙ্গে তিনি নৌ মন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সবশেষ শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন তিনি।