= সাকলাইন আহমেদ =
তারুণ্যে উজ্জীবিত সফল শিল্পপতি নিটওয়্যার ম্যানুফাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহসভাপতি ও দেশখ্যাত ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল সিআইপি। দেশের সফল শিল্পপতিদের একজন তিনি।
করোনা মহামারীর কবলে বাংলাদেশসহ যখন পুরো বিশ্ব অর্থনীতি বড় ধরণের বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে, তখন গাওহার সিরাজ জামিল হাত গুটিয়ে বসে থাকেননি। ফোর এইচ গ্রুপের অধীনে থাকা সকল কর্মচারী, কর্মকর্তাদের কাজ না থাকলেও বেতন সঠিক সময়ে দিয়েছেন এবং খাদ্য সহায়তা দিয়েছেন। উনার প্রতিষ্ঠানের বাইরেও অসহায় দরিদ্র মানুষদের গোপনে খাদ্য ও অর্থ সহায়তা দিয়েছেন প্রচার বিমুখ এই মানুষটি।
মেধাবী আত্মপ্রত্যয়ী শিল্পোদ্যোক্তা গাওহার সিরাজ জামিলের জন্ম চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার পিতা ছিলেন চট্টগ্রাম জেলার সম্মানিত ব্যক্তিত্ব। শিক্ষাজীবন শেষে তিনি প্রথমে চাকরিতে পরে ব্যবসায় আত্মনিয়োগ করেন।
নানা চড়াই-উতরাই পেরিয়ে ব্যবসা অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন । ৪ বন্ধু মিলে গড়ে তোলেন ‘ফোর এইচ গ্রুপ । শ্রম এবং মেধার সমন্বয়ে ফোর এইচ গ্রুপ আজ বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এই শিল্প গ্রুপ। প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি এই গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর।
উনার গার্মেন্ট ব্যবসায় পরিধি দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়েছে। মিলিয়ন মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করছে ফোর এইচ গ্রুপ ।
গাওহার সিরাজ জামিল রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০০৭ সাল থেকে এ পর্যন্ত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়ে আসছেন।
তিনি তার বাবার নামে প্রতিষ্ঠিত সিরাজ ফোর এইচ ক্রিকেট একাডেমির মাধ্যমে দেশে ভবিষ্যত প্রজন্মের ক্রিকেটার গড়ার কাজ করছেন।
তিনি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আজীবন সদস্য, চট্রগ্রাম আবাহনী ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন।