পুলিশে বড় রদবদল, ২৯ কর্মকর্তাকে বদলি

পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে। সাত উপমহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপারসহ মোট ২৯ জনকে করা হয়েছে বদলি। আজ মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপণে এই রদবদল করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার সাতজন, পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২২ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।