বাকলিয়া লায়ন্সের ২০২৩-২৪ সেবাবর্ষের কমিটি গঠন

লায়ন্স জেলা ৩১৫- বি- এর অন্যতম ক্লাব লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়ার ২০২৩-২০২৪ সেবাবর্ষের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বর্তমান ক্লাব সভাপতি লায়ন কামরুল হাসান এম জে এফ এর সভাপতিত্বে বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে লায়ন প্রদীপ চৌধুরী টিংকু কে প্রেসিডেন্ট, লায়ন মোঃ আবুল মনসুর কে সেক্রেটারি, লায়ন তাপস কান্তি তালুকদার কে ক্লাব ট্রেজারার নির্বাচিত করা হয়। এছাড়া কমিটির ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন নেজাম উদ্দীন ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন শাখাওয়াত হোসেন লিটন এম জে এফ, ৩য় ভাইস প্রেসিডেন্ট লায়ন লুভনা হুমায়ুন সুমি, জয়েন্ট সেক্রেটারিঃ-লায়ন ইমরুল চৌধুরী এম জে এফ, লায়ন এডভোকেট আনোয়ার হোসেন আজাদ, জয়েন্ট ট্রেজারারঃ-লায়ন সমীপ দে, লায়ন সাজ্জাত মাহমুদ রাসেল, টেমারঃ-লায়ন ইন্জিনিয়ার মোঃ শওকত আলম, টেলটুইস্টারঃ-লায়ন ইন্জিনিয়ার এস, এম শহিদুল করিম, মেম্বারশিপ চেয়ারপার্সন লায়ন মোঃ হুমায়ুন কবির, ক্লাব এল, সি,আই, এফ কো-অর্ডিনেটরঃ- লায়ন এ,কে,এম সালাউদ্দিন এম জে,এফ, ক্লাব সার্ভিস চেয়ারপার্সনঃ- লায়ন হুমায়ুন কবির হিমু,
ক্লাব এডমিনিস্ট্রেটর- লায়ন সেলিম উদ্দীন শিকদার এম জে এফ, ক্লাব মার্কেটিং এন্ড কমিউনিকেশনঃ-লায়ন মমতাজুল ইসলাম এম জে এফ, ডিরেক্টরঃ- যথাক্রমে লায়ন জসিম উদ্দিন, লায়ন মহিউদ্দিন, লায়ন হাজী মোঃ ইসমাইল, লায়ন নজরুল ইসলাম, লায়ন শীমুল সেন,লায়ন হাফেজ মোঃ ঈসমাইল, লায়ন সরোয়ার জামান রাসেল।