নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য (এমপি) রেবেকা মমিন (৭৬) আর নেই। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ৪টার দিকে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এমপি রেবেকা মমিনের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ তোফায়েল আহমেদ।

তিনি জানান, ঢাকায় জানাজা শেষে বিকেলে এমপি রেবেকা মমিনের মরদেহ মোহনগঞ্জ উপজেলার কাজিয়াহাঁটি গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে। পরে সেখানে জানাজা শেষে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

রেবেকা মমিন ১৯৪৭ সালের ১৫ মে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর স্বামী একই উপজেলার কাজিয়াহাঁটি গ্রামের বাসিন্দা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মমিনের স্ত্রী। আব্দুল মমিনের মৃত্যুর পর প্রথমে ২০০৮ সালে নেত্রকোণা-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ২০১৪ ও ২০১৮ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।