সিলেটে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

সিলেটে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
সংঘর্ষের পর মাইক্রোবাস ও অটোরিকশা খালে পড়ে যায়

সিলেটের ভোলাগঞ্জে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৭টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের খাগাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বনিক এ তথ‌্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সিলেটের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভুঞা বলেন, নিহতদের মধ্যে তিন জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আর ফায়ার সার্ভিসের কর্মীরা বাকিদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, মুখোমুখি সংঘর্ষের পর মাইক্রোবাস ও অটোরিকশা দুটিই পাশ্ববর্তী খালে পড়ে যায়।