তারুণ্যের সমাবেশে মঞ্চ ভেঙে আহত ২

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন সংগঠন আয়োজিত ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ এর মঞ্চ নেতাকর্মীদের ভারে ভেঙে গেছে। এতে শিউলি আক্তার (৪৪) নামের এক সাংবাদিক ও নাঈম হোসেন (২২) নামের এক ছাত্রদলকর্মী আহত হয়েছেন। পরে একটি পিকআপ ভ্যানে মঞ্চ করে সমাবেশ শুরু হয়েছে।

শনিবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। শিউলি আক্তার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তিনি বাংলা টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক। ছাত্রদলকর্মী নাঈম হোসেন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসকরা জানিয়েছেন, নাঈমের বাম পা ভেঙে গেছে। শিউলি আক্তার সামান্য আহত হয়েছেন।

আহতদেরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা ছাত্রদলকর্মী মো. সিফায়েত আহমেদ লিংকন বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ চলাকালে হঠাৎ মঞ্চ ভেঙে যায়। এতে ছাত্রদলকর্মী নাঈমের বাম পা ভেঙে যায়। শিউলি আক্তার নামের এক সাংবাদিক সামান্য আহত হন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, তারুণ্যের সমাবেশে মঞ্চ ভেঙে আহত হওয়া দুজন ঢামেক হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। ছাত্রদলের এক কর্মীর বাম পায়ের দুটি হাড় ভেঙে যাওয়ায় তাকে অর্থপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে।