দেশব্যাপী আ.লীগের প্রতিবাদ সমাবেশ কাল

আগামীকাল সারাদিন সারা দেশে প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। অগ্নিসন্ত্রাস শুরু হয়েছে উল্লেখ করে তার বিরুদ্ধে এই সমাবেশ করা হবে বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার (২৯ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাদের এই ঘোষণা দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আদালতের আদেশ প্রতিনিয়ত লঙ্ঘন করে চলেছেন তারেক জিয়া। আদালতের আদেশ ছিল কোনোভাবেই তার বক্তব্য প্রচার করা যাবে না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তিনি (তারেক জিয়া) লাশ ছাড়া কথা বলে না, টাকা ছাড়া কথা বলে না। বলছে—আন্দোলন কর, টাকার অভাব হবে না।’