গাজীপুরে ড্রামট্রাকের চাপায় সাংবাদিকের মৃত্যু

গাজীপুরে ড্রামট্রাকের চাপায় সাংবাদিকের মৃত্যু
গাজীপুরের কাপাসিয়ায় ড্রামট্রাকের চাপায় মঞ্জুর হোসেন মিলন (৫২) নামে এক সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (৪ আগস্ট) সকালে কাপাসিয়া উপজেলার গাজীপুর-কাপাসিয়া সড়কের কোটবাজালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম লু্ৎফুল কবীর।

নিহত মিলন কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের মৃত আব্দুস সাঈদ শেখের ছেলে। তিনি গাজীপুর দর্পণের সম্পাদক, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার গাজীপুর প্রতিনিধি এবং গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি ছিলেন।

ওসি জানান, শুক্রবার সকাল সোয়া দশটার দিকে ভাকোয়াদি-কাপাসিয়া আঞ্চলিক সড়কের কোটবাজালিয়া বাজার এলাকায় একটি বালু ভর্তি ড্রামট্রাক তাকে চাপা দেয়। এ সময় তিনি ঘটনাস্থলেই মারা যান।

এদিকে, সাংবাদিক মঞ্জুর হোসেন মিলনের মৃত্যুতে কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ ওই প্রেসক্লাবের সকল গণমাধ্যমকর্মী গভীর শোক প্রকাশ করেছেন।