দ্রব্যমূল্য দেশের মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্রব্যমূল্য দেশের মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে। যদিও বিশ্বের সবখানে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সড়ক ও জনপথ অধিদপ্তরের ১৫০ সেতু উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে এ অনুষ্ঠান হয়।

সরকার প্রধান বলেন, ‘দ্রব্যমূল্য দেশের মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করছি। গ্যাস, বিদ্যুৎ জ্বালানি খাতে পৃথিবীর কোনো দেশ ভর্তুকি দেয় না। কিন্তু আমরা দিচ্ছি।’

দেশবাসীর কাছে প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি দেশের জন্য কী করেছে? ধ্বংস ছাড়া দেশবাসীকে কিছু দিতে পেরেছে কি? আমরা উন্নয়ন করি আর বিএনপি তা ধ্বংস করে। অথচ আমরা দেশের উন্নয়ন করে চলেছি।’

বিএনপির কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে অনেক কথা বলে। তারা আমাদের ক্ষমতা থেকে হটিয়ে দিতে প্রতিদিন আন্দোলন করছে। তারা আন্দোলন করতে থাকুক।’

ডিজিটাল উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে দেশে অনেকগুলো টিভি চ্যানেল চলেছে। এগুলো কে দিয়েছে? আমরা দিয়েছি। এই যে সবার হাতেহাতে মোবাইল ফোন, এগুলোও কে দিয়েছে? এই আমি দিয়েছি।’

দেশের উন্নয়নে নেওয়া সরকারের বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট আমি আমার মা-বাবাসহ আত্মীয় পরিজনকে হারিয়েছি। ঘাতকরা নির্মমভাবে তাদের হত্যা করে। আমি ও আমার ছোট বোন বিদেশে থাকায় বেঁচে যাই। আমার আর হারানোর কিছু নেই। আমি চাই—এ দেশটা উন্নত হোক। আমি সেই লক্ষ্য নিয়েই কাজ করছি।’