ভারতকে হারিয়ে ষষ্ঠবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

২০০৩ সালে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ঘরে ফিরেছিল ভারত। সেই হারের প্রতিশোধ এবার নেওয়া হলো না তাদের। টানা ১০ ম্যাচের অপরাজেয় যাত্রা অস্ট্রেলিয়ার কাছে আজ রীতিমত হলো ধরাশায়ী। অসিদের নৈপুণ্যতায় টিকল না ভারতের প্রবল আত্মবিশ্বাস। তাই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আসা এক লাখ ৩২ হাজার দর্শক কাঁদিয়ে রানার্সআপের সম্মান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের। ছয় উইকেটে হারিয়ে ভারতের তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন ভাঙল অসিরা। আজ স্বাগতিকদের সাজানো বাগানে খেলে ষষ্ঠ শিরোপা ঘরে তুলল প্যাট কামিন্সের দল।