চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বার্ষিক পিকনিক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলনমেলা-২০২৪ কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার থেকে শনিবারের তিনদিনের এ আয়োজনে ছিল নারীদের পিলো পাসিং, পুরুষদের ফুটবল, শিশুদের দৌড় প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক আয়োজন।
শুক্রবার রাতে সাংস্কৃতিক আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র রেজাউল বলেন, সারা বছরের পরিশ্রমের ক্লান্তি ভুলে নতুন গতিতে চট্টগ্রামকে এগিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করতে আমাদের এ আয়োজন৷ আমরা সবাই একসাথে কাজ করব, নান্দনিক চট্টগ্রাম গড়ব।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন চৌধুরী, আবদুস সবুর লিটন, আফরোজা কালাম, সমাজ কল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি আবদুস সালাম মাসুম, সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব আবুল হাশেমসহ কাউন্সিলরবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ সপরিবারে অংশ নেন।