সিঙ্গাপুরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ৪ ফেব্রুয়ারি

চট্টগ্রামের মেজবানের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে ছড়িয়ে পড়েছে অনেক আগেই। পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় নিয়মিতই এই মেজবান আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করতে যাচ্ছে সিঙ্গাপুরে বাংলাদেশি কয়েকজন মেরিনার।

মেরিনারদের উদ্যোগে আগামী ৪ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে বুকিত পানজাং এর ফাংশন হলে মেজবানের আয়োজন করা হচ্ছে।

মেজবান অনুষ্ঠানে প্রবাসী মেরিনারদের সপরিবারে যোগদানের আহ্বান জানিয়েছেন আয়োজক মেরিনারবৃন্দ। আয়োজকেরা আশা করছেন, মেজবান উৎসব মুখর পরিবেশে উদযাপিত হবে। মেজবান উপলক্ষে চট্টগ্রামের বিখ্যাত গিয়াস বাবুর্চি সিঙ্গাপুর যাচ্ছেন।