বিশ্বকে জানাতে চেয়েছি আমরা অচল নই : ব্রেথওয়েট

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দুর্দান্ত এক টেস্ট ম্যাচ দেখেছে ক্রিকেট দুনিয়া। ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে অসিদের! একটা সময় এটি খুব স্বাভাবিক থাকলেও গত ২১ বছরে এমন দৃশ্য দেখেনি কেউ। সাদা পোশাকে অসিদের সর্বশেষ ২০০৩ সালে হারিয়েছিল ক্যারিবিয়ানরা। ব্রিসবেনে অসিদের ঘরের মাঠে গতকাল রোববার (২৮ জানুয়ারি) তাদের আট রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ।

এমন জয়ের পর স্বভাবতই উচ্ছ্বসিত ক্যারিবিয়ানরা। দলটি রীতিমতো ভেঙে পড়েছিল। হারিয়েই যাচ্ছিল ক্রিকেট মানচিত্র থেকে। যে দল থেকে উঠে এসে বিশ্ব শাসিয়েছিলেন স্যার ক্লাইভ লয়েড, কোর্টনি ওয়ালশ, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, শিবনারায়ণ চন্দরপলের মতো কিংবদন্তিরা—সেখানে এখন তারকা খুঁজে পাওয়া ভার।

ক্যারিবিয়ানদের কাছে এই জয় তাই বিশেষ কিছু। বিশ্বকে জানানোর যে, তারা হারিয়ে যায়নি এখনও। বিশ্ব শাসানো সেসব দল হয়তো নেই, কিন্তু আগামী প্রজন্ম হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েটও বলেন, ‘বিশ্বকে জানাতে চেয়েছি আমরা অচল নই।

ম্যাচ শেষে পুরস্কার প্রদান মঞ্চে ব্রেথওয়েথ বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষা শেষে অস্ট্রেলিয়ায় অবশেষে একটি ম্যাচ জিতেছি আমরা। এটি আমাদের কাছে বিশেষ কিছু। তাদের বিপক্ষে আমরা অনেকদিন টেস্ট জিতিনি। এই জয়ের অনুভূতি তাই অসাধারণ। সবচেয়ে বড় বিষয় হলো, আমাদের এই দলটা বিশ্বকে জানান দিতে চেয়েছে আমরা হারাইনি, এখনও অচল হয়ে যাইনি।’