আমরা কোনো চাপ অনুভব করছি না: ওবায়দুল কাদের

বিএনপির সমালোচনা করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তাদের (বিএনপি) আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে অংশ নেয়নি। এখন বিএনপি একটি দল, তার প্রাসঙ্গিকতা নিজেরাই হারিয়ে ফেলেছে। এখানে আমাদের কিছু বলার নেই।’

আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

অপর এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সারা দুনিয়ায় সবাই নিজেদের নিয়ে ব্যস্ত আছে। যুক্তরাষ্ট্রও চ্যালেঞ্জের মুখে আছে। একদিকে, মধ্যপ্রাচ্যে তারা ইসরায়েলকে সামলাতে ব্যর্থ হচ্ছে। অন্যদিকে, আবার লোহিত সাগরে হুতিদের সঙ্গে সংঘাত হচ্ছে। ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট অনেকগুলো জাহাজের চলাচল হুতিরা বন্ধ করে দিয়েছে। এ যাত্রাটা বন্ধ করে দিয়ে যুক্তরাষ্ট্রের জন্য আরেকটা সংকট সৃষ্টি করেছে। এ ছাড়া ইউরোপের দেশে দেশে কৃষকরা দ্রব্যমূল্যের জন্য এবং তাদের যন্ত্রপাতির মূল্যবৃদ্ধির ফলে রাস্তায় নেমেছে। ইউক্রেন যুদ্ধ এখনও থামেনি। যুক্তরাষ্ট্র নিজেদের নানান চ্যালেঞ্জ মোকাবিলা করতে ব্যস্ত। বাংলাদেশের দিকে তাদের অত মনোযোগ দেওয়ার সময় কোথায়! তারা নিজেরাই তো ব্যস্ত।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কোনো বিষয়েই সরকার চাপের মুখে নেই। আমরা কোনো চাপ অনুভব করছি না। কাজেই আমরা অহেতুক নিজে থেকেই একটা বিষয় নিয়ে কেন মাতামাতি করব, দরকার কী!’