চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত চারটি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও স্কুলে ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার টাইগারপাসস্থ চসিক কনফারেন্স রুমে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর নূর মোস্তফা টিনু, আবদুল মান্নান, রুমকি সেনগুপ্ত, প্রধান শিক্ষা কর্মকর্তা আবুল হাশেম, জরিনা মফজল সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ হাজেরা খাতুন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন কায়সার নিলুফার কলেজের অধ্যক্ষ শেখ মোহাম্মদ ওমর ফারুক, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা বড়ুয়া, বাগমনিরাম আবদুর রশীদ সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার দেবনাথসহ কলেজের গভর্নিং বডি ও স্কুলে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম প্রতিদিন চসিকের ৪ শিক্ষা প্রতিষ্ঠানের সভা অনুষ্ঠিত