খুলশী চাইল্ড গ্রামার কে.জি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ সম্পন্ন

খুলশী চাইল্ড গ্রামার কে.জি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ সম্পন্ন
শনিবার জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নগরীর পশ্চিম খুলশী আবাসিক এলাকায় অবস্হিত খুলশী চাইল্ড গ্রামার কে.জি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন সাবেক মহনগর পি পি ও পশ্চিম খুলশী বাড়ি মালিক কল্যান সমিতির সন্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ ফখরুদ্দীন চৌধুরী। স্কুলের পরিচালক লায়ন মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলশী থানার অফিসার ইনচার্জ জনাব নেয়ামত উল্ল্যাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন, চট্রগ্রাম বিভাগ এর সম্মানিত সভাপতি জনাব মোঃ কবিরুল ইসলাম, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন, কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব ডি,আই,এম জাহাঙ্গীর আলম, পশ্চিম খুলশী বাড়ি মালিক কল্যান সমিতির সন্মানিত সদস্য ডাঃ কাজী মোঃ শফিকুর রহমান। বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য জনাব আহমেদ হোসেন ভুইঁয়া। আরো উপস্হিত ছিলেন খুলশী চাইল্ড গ্রামার কে জি স্কুলের সন্মানিত প্রিন্সিপাল লায়ন লুভনা হুমায়ুন সুমি, স্কুলের শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ নুরুন নাহার, আন্জুমান আরা বেগম, পারভীন আক্তর, মোসাম্মৎ শিরিনা বেগম, রুমানা আক্তার, শামসুন নাহার, লিপি হায়দার, জান্নাতুল ফেরদৌস, নওশিন হোসেন নিশা।
বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনের মধ্য দিয়ে ক্রীড়ানুষ্ঠান আরম্ভ হয়।
প্রায় ২১ টির মত ইভেন্টে ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে।
অভিভাবক, অভিভাবিকা ও শিক্ষিকারা ও ইভেন্টে অংশগ্রহণ করে। “যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সমসাময়িক বিশ্বব্যাপী ঘটনার সাথে পরিচিতি দেখে উপস্থিত অতিথিগন ভূয়শী প্রশংসা করেন। সকল ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকা ও উপস্থিত সুধী বিদ্যালয়ের এই নান্দনিক আয়োজনে সাধুবাদ জানান।