গাজায় সাহায্যপ্রার্থীদের ওপর ইসরায়েলের গুলি, নিহত ৬, আহত ৮৩

গাজায় সাহায্যপ্রার্থীদের ওপর ইসরায়েলের গুলি, নিহত ৬, আহত ৮৩।
যুদ্ধবিধ্বস্ত গাজা শহরে মানবিক সহায়তাপণ্য নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণে ছয়জন নিহত এবং ৮৩ জন আহত হয়েছে। আহতদের গাজার আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি। খবর আলজাজিরার।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সাহায্যপণ্য নিতে আসা ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। গত সোমবার গাজায় একটি সাহায্য বিতরণ স্থানে গুলিবর্ষণে ১১ জন প্রাণ হারান। আর গতকাল বুধবারের (১৩ মার্চ) প্রাণহানির ঘটনাটি ঘটে একটি কুয়েতি ত্রাণ বিতরণস্থলে।

এদিকে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক রাফাহ শহরে জাতিসংঘের সাহায্য সংস্থা ইউএনআরডব্লিউএর সাহায্যকেন্দ্রে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে ডুজারিক বলেন, ‘এই হামলা প্রতিষ্ঠানটিতে কাজ করার ক্ষেত্রে কর্মীদের ওপর নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে।’

ডুজারিক আরও বলেন, ‘এর মাধ্যমে স্বীকার করে নিতে হবে গাজায় কতটা অমানবিক পরিস্থিতির ভেতর দিয়ে আমাদের কর্মীদের কাজ করে যেতে হচ্ছে।’

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইউএনআরডব্লিওএর তৎপরতায় অস্থায়ীভাবে আর্থিক সহায়তা বন্ধের যে উদ্যোগ নিয়েছিল, তা স্থায়ী রূপ পেতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রই ইউএনআরডব্লিওএকে সবচেয়ে বেশি অর্থ সহায়তা করে আসছিল। বছরে দেশটি ফিলিস্তিনি সহায়তা সংস্থাটিকে ৪০০ মিলিয়ন ডলার সহায়তা দিয়ে আসছিল।

গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে গবেষণা সংস্থা ফরেনসিক আর্কিটেকচার বলেছে, গাজার নিরাপদ ঘোষণা করা এলাকগুলো এখনও ঝুঁকির মধ্যে রয়েছে। নিরাপদ এলাকা ঘোষণার পরেও ইসরায়েলি সামরিক বাহিনী ওই সব স্থাপনায় ব্যাপক বোমাবর্ষণ করে আসছে।