সোমালিয়া উপকূলে নোঙর করেছে ‘এমভি আবদুল্লাহ’, জানা যায়নি দাবিদাওয়া

ভারত মহাসাগরের জলদস্যুদের হাতে আটক বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়া উপকূলে নোঙর করেছে। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ মাকসুদ আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তবে, দস্যুদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। এমনকি, জানা যায়নি দাবিদাওয়া।

মাকসুদ আলম বলেন, জাহাজে থাকা নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে আমরা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।

এর আগে জাহাজের অবস্থান সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম জানিয়েছেন, আমাদের কাছে যতটুকু তথ্য আছে তাতে এটা পরিষ্কার যে, এই জাহাজটি উচ্চ ঝুঁকিপূর্ণ সীমানা দিয়ে যায়নি। জলদস্যুরা আগে থেকেই অপেক্ষায় ছিল। জাহাজটি দখলে নেওয়ার পর তারা সেটি নিয়ে সোমালিয়ার উদ্দেশে রওনা হয়ে আজ ভোর নাগাদ নোঙর করেছে।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, দস্যুদের সঙ্গে আমাদের সরাসরি কোনো যোগাযোগ হয়নি। তারাও যোগাযোগ করেনি। তাদের কী দাবি-দাওয়া, সে বিষয়ে আমরা এখনও কিছু জানি না। তারা কোনো মুক্তিপণও দাবি করেনি।