অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ।
সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহতের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়।
চুয়েটের রেজিস্ট্রার ড. শেখ মো. হুমায়ুন কবির জানান,
ছাত্রদের বিকেল ৫টার মধ্যে এবং ছাত্রীদের আগামীকাল শুক্রবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এ সিন্ধান্ত ঘোষণার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুটি বাসে আগুন ও বিভিন্ন বিভাগে তালা জুলিয়ে দেয়।
এর আগে সড়ক দুর্ঘটনায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহত ও এক শিক্ষার্থী আহতের ঘটনার প্রতিবাদে চার দিন ধরে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ, ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কাপ্তাইয়ের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় অবরোধের কারণে সাধারণ মানুষ পড়েছে দুর্ভোগে।
গত ২২ এপ্রিল সোমবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই চুয়েট শিক্ষার্থী নিহত ও এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। চুয়েটের নিহত দুই শিক্ষার্থী হলেন শান্ত সাহা ও তৌফিক হোসেন। আহত শিক্ষার্থী হলেন জাকারিয়া হিমু।