মোস্তাফিজ জিপাত
………………………..
“মাসুদের সঙ্গে দেখা হলেই প্রায় আমি বলি, ‘মাসুদ তুমি ভালো হয়ে যাও’, কিন্তু সে এখনও পুরোপুরি ভালো হয়নি। মাসুদ দীর্ঘদিন বিআরটিএতে আছে। ব্যবহার ভালো, মধুর মতো। কিন্তু যা করার একটু ভেতরে ভেতরে করে।”সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রায়শ একথা বলেন।
চট্টগ্রাম বিআরটিএতে ১১ ফেব্রুয়ারী মেট্রো রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটি( আরটিসি) সভায় আবেদিত ২৮ টি থ্রী-হুইলার অটোটেম্পোর রুট পারমিটের আবেদন না মঞ্জুর হলেও অদৃশ্য ক্ষমতাবলে আজ ৩০ এপ্রিল আরটিসি কমিটির না মঞ্জুরকৃত সেই ২৮ টি থ্রী-হুইলার অটোটেম্পোর রুট পারমিট প্রদান করেন।
২৮ টি থ্রী-হুইলার অটোটেম্পোর রুট পারমিট নিয়ে বিস্তারিত দেখুন ৭ই মে মঙ্গলবার…