আবারো বদলে যাচ্ছে ঋণের সুদহার নির্ধারণ পদ্ধতি। বাংলাদেশ ব্যাংক গভর্নর আব্দুর রউফ তালুকদার জানিয়েছেন, শিগগিরই পুরোপুরি বাজারভিত্তিক সুদহার ব্যবস্থা চালু করা হবে।
রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে সেমিনারে এ কথা জানান তিনি। এ সময় গভর্নর জানান, এবার পুরোপুরি বাজারভিত্তিক করা হবে সুদহার। ডলারের বিনিময় হারও শিগগিরই বাজারভিত্তিক করা হবে বলে জানান গভর্নর।
এছাছা মূল্যস্ফীতি কমাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আব্দুর রউফ তালুকদার।
আলোচনায় কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন রক্ষায় কখনো কৌশলী, কখনো সাহসী হওয়ার পরামর্শ দেন সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, অতীতেও ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব ছিল। মূল্যস্ফীতি কমাতে গিয়ে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান যাতে না কমে সেদিকে খেয়াল রাখার পরামর্শও দেন সাবেক এ গভর্নর।
এদিকে দীর্ঘদিন ঋণের সুদহার ৬-৯ শতাংশে আটকে রাখে বাংলাদেশ ব্যাংক। দাতা সংস্থা আইএমএফ এর চাপে গতবছর এ ব্যবস্থা বাতিল করে স্মার্ট পদ্ধতি চালু করে কেন্দ্রীয় ব্যাংক। সরকারি ট্রেজারী বিলের সুদের সংগে মিলিয়ে এ পদ্ধতিতে ব্যাংক ঋণের সুদহার নির্ধারণের ফর্মুলা বের করে বাংলাদেশ ব্যাংক।