বিআরটিএ চট্টগ্রামে আরটিসি সিদ্ধান্তকে পাশ কাটিয়ে ২৮ থ্রি হুইলার কে রুট-পারমিট(পর্ব-২)

-চট্টগ্রাম প্রতিনিধি-
গত ১১ ফেব্রুয়ারী মেট্রো রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটি( আরটিসি) সভায় ১৭ নং অটোটেম্পো রুটে আবেদিত ২৮ টি থ্রী-হুইলার অটোটেম্পোর রুট-পারমিটের আবেদন না মঞ্জুর হলেও অদৃশ্য ক্ষমতাবলে গত ৩০ এপ্রিল আরটিসি কমিটির না মঞ্জুরকৃত সেই ২৮ টি থ্রী-হুইলার অটোটেম্পোর রুট পারমিট প্রদান করেন। এই রুট-পারমিট ইস্যু নিয়ে কোটি টাকার লেনদেন হয়েছে বলে এমন অভিযোগ পাওয়া গেছে।

১৫ ই মে বুধবার

বিস্তারিত দেখুন তৃতীয় পর্বে …..


দালালদের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের জন্য নেওয়া ১৩ হাজার টাকার মধ্যে সরকারি ফি ৫,৬০০ টাকা দিয়ে অতিরিক্ত টাকা কিভাবে ভাগবাটোয়ারা হয়। 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সাবেক উপ-পরিচালক মাসুদুর রহমান চট্টগ্রামের বিভাগীয় পরিচালক পদে যোগ দিতে না দিতে আরটিসির সিদ্ধান্তকে পাশ কাটিয়ে ২৮টি থ্রি- হুইলার অটোটেম্পোর রুট-পারমিট ইস্যু করে।

রুট-পারমিট ইস্যু সম্পর্কে জানতে, বিআরটিএর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মাসুদুর রহমানকে বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।

বিআরটিএ চট্টগ্রাম সার্কেল ২ এর উপ-পরিচালক সৈয়দ আইনুল হককেও বেশ কয়েকবার ফোন দেওয়া হলে তিনিও ফোন ধরেননি।

আরটিসি কমিটির না মঞ্জুরকৃত সেই ২৮ টি থ্রী-হুইলার অটোটেম্পোর রুট-পারমিট ইস্যু সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ২৮ টি নয় ভুলে চারটি রুট-পারমিট করা হয়েছে। আমরা বাতিলের জন্য কাজ করছি।

বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-২ এর কর্মকর্তা মেহেদি পাটোয়ারী বলেন, এক শ্রমিক নেতার সাথে আমাদের ভুল বোঝাবুঝি হয়েছিল, আলোচনা এবং সমঝোতার মাধ্যমে সমাধান হয়েছে।

বিআরটিএ চট্টগ্রাম এর বিভাগীয় পরিচালক মাসুদুর রহমান সম্পর্কে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মাসুদের সঙ্গে দেখা হলেই প্রায় আমি বলি, ‘মাসুদ তুমি ভালো হয়ে যাও’, কিন্তু সে এখনও পুরোপুরি ভালো হয়নি। মাসুদ দীর্ঘদিন বিআরটিএতে আছে। ব্যবহার ভালো, মধুর মতো। কিন্তু যা করার ভেতরে ভেতরে করে।”