জামেয়া আহমদীয়া সুন্নীয়া মাদ্রাসার মসজিদ সংলগ্ন কবরস্থানের সামনে সড়কে স্থানীয় সন্ত্রাসী রেজার ক্যাডার বাবুল প্রকাশ খুটি বাবুলের ছেলে রিফাতের নেতৃত্বে রাউজানের আইমানসহ ২০/৩০ জনের সন্ত্রাসী আন্জুমান ট্রাস্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গিয়াস উদ্দিন মোহাম্মদ শাকের ও গাউছিয়া কমিটির নগরের সাবেক অর্থ সম্পাদক মনোয়ার হোসেন মুন্না নামে সহোদর দুই ভাইকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ও আঞ্জুমান ট্রাস্টের দায়িত্বশীলরা মারধরের ঘটনায় ঘটেছে বলে স্বীকার করেন ।
পরে খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
সোমবার রাতে হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকোটীর রহমত উল্লাহ আলাইহির ৬৫ তম বার্ষিক ওরস মাহফিল শেষে তবরুক বিতরণের সময় ৫০/৬০ ব্যাক্তি সন্ত্রাসী কায়দায় ঢুকে জোরপূবক তবরুক নিতে গেলে স্বেচ্ছাসেবকরা কঠোরভাবে বাধা দেন ।
অভিযোগ রয়েছে আঞ্জুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেনের ভাতিজা শাহেদ এই হামলার ঘটনা ঘটিয়েছে। এই নিয়ে উনার কাছে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন , এখন আমাদের মধ্যে সব ঠিক হয়েছে
ওরশ উপলক্ষে রবিবার রাতে গরু জবাইয়ের সময় দায়িত্বরত আন্জুমান ট্রাস্টের স্বেচ্ছাসেবক কায়েস, ইফতু ,তানভীর সহ অনেককে মারধর করে এবং গরু জবাই করতে তারা বাধা প্রদান করে ।
এই বছরের শুরুতে নগর গাউছিয়া কমিটি ভেঙে দেন কেন্দ্রীয় কমিটি। কমিটি ভেঙে দেয়ার পর থেকেই বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি তসকির আহমেদ তসকির ও সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ ইন্ধনে আন্জুমান ট্রাষ্টে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় নাজির পাড়ার বিএনপি সমর্থিত সাবেক কাউন্সিলর কামাল উদ্দিন ও ছাত্রদলের সাবেক সভাপতি আর ইউ চৌধুরী শাহিন ও জাতির জনক বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী কমোডর গোলাম রব্বানী হত্যা মামলার আসামি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিলাই সাইফুলের সহযোগী মোহাম্মদপুরের দস্তগীর, সাগির, তৈয়ব, মো:জাহাঙ্গির,মহিউদ্দীন,রেজা আলম আব্দুল্লাহ, মনির, সোহেল, ট্রাস্ট সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেনের ভাতিজা শাহেদসহ কিছু সন্ত্রাসী ।
এই ছাড়া গত দুইমাস সামাজিক যোগাযোগ মাধ্যমে আঞ্জুমান ট্রাস্ট ও গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় কমিটির সুনাম ক্ষুর্ণের লক্ষে অপ্রচার মিথ্যা বানোয়াট হুমকি দিতে থাকে। এই ব্যাপারে আন্জুমান ট্রাস্ট থেকে নোটিশের মাধ্যমে অপ্রচারে সর্তক করা হয়।
এ নিয়ে আঞ্জুমান ট্রাস্টের দায়িত্বশীল কেউ বক্তব্য দিতে রাজি হয়নি।
সন্ত্রাসী হামলায় আহত মনোয়ার হোসেন মুন্না পাঁচলাইশ থানায় জিডি করার তথ্য নিশ্চিত করেন।