চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে চান্দগাঁও এলাকায় প্রায় দেড় ফুট হেলে পড়েছে “নবরত্ন” নামের একটি ৫ তলা বহতল ভবন।
চান্দগাঁও বাহির সিগন্যাল বড়ুয়া পাড়া বৌদ্ধ মন্দির সংলগ্ন নবরত্ন ভবনটি প্রায় দেড় ফুট হেলে পড়েছে এমন তথ্য পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় এক বাসিন্দা। পাশে অবস্থিত কাতার প্রবাসী সুমনের বিল্ডিংয়ের উপর হেলে পড়ায় নবরত্ন ভবনের কারনে আতংকে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে ভাড়াটিয়ারা।
নাম প্রকাশে অনিচ্ছুক বাড়ির এক বাসিন্দা বলেন, আমরা বিষয়টি নিয়ে চিন্তিত। তবে ভয় পাচ্ছি।
এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ধীনমনী শর্মা জানান, এই বিষয়টি আমি জানি না। এইমাত্র শুনলাম।
এ বিষয়ে বাড়ির মালিক প্রদীপ বড়ুয়াকে ফোন করা হলে তিনি হেলে পরার বিষয়টি এড়িয়ে গিয়ে উত্তেজিত হয়ে বলেন, আপনাকে কেন বলবো।