গত ১০ই জুন দীর্ঘ তিন বছর পাঁচ মাস পর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী নেতা, দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ সভাপতি অধ্যাপক শেখ মোঃ মহিউদ্দিনের বহিষ্কারাদেশ আদেশ প্রত্যাহার হওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । তারা মনে করেন অতীতের সমস্ত গ্লানি মুছে আগামী দিনের সরকার বিরোধী আন্দোলনে অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন বড় ভুমিকা রাখবেন এ প্রসঙ্গে দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বর্তমানে আহবায়ক কমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ চৌধুরী আশফাক বলেন, অধ্যাপক শেখ মোঃ মহিউদ্দিন সাবেক ছাত্রনেতা তৃণমূলে তার একটি গ্রহণযোগ্যতা আছে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় দল আরো এগিয়ে যাবে, দলীয় কর্মকাণ্ডে সরব হলে আগামী দিনের দল আরো শক্তিশালী হবে। এ প্রসঙ্গে দক্ষিণ জেলা বিএনপি নেতা মাহমুদুর রহমান মান্নার কাছে জানতে চাইলে তিনি বলেন, অসংখ্য কর্মী সৃষ্টির কারিগর বহু আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা সম্পন্ন অধ্যাপক শেখ মোঃ মহিউদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় তৃণমূলে তার প্রভাব পড়তে শুরু করেছে, ভবিষ্যতের রাজনীতিতে তিনি দেশ ও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, যেহেতু তিনি বয়োজ্যেষ্ঠ ও প্রবীণ নেতা সকলকে ঐক্যবদ্ধ করে আগামী দিনের আন্দোলন সংগ্রাম সংগঠিত করবেন । এ প্রসঙ্গে সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন রাশেদ বলেন, তার বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় সাতকানিয়াবাসী খুশি । দক্ষিণ জেলা বিএনপি রাজনীতিতে উনার কোন বিকল্প নেই, উনি আগামী দিনের রাজনীতিতে দেশ রক্ষা আন্দোলনে বড় ভূমিকা পালন করবেন । দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি হাসান আলী বলেন, আমরা এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের অপেক্ষায় ছিলাম, আশা করি উনার দলে অন্তর্ভুক্তি বিএনপির হাতকে শক্তিশালী করবে আমরাও ওনার নেতৃত্বে আগামী দিনের আন্দোলনের সংগ্রাম ভূমিকা পালন করব।
চট্টগ্রাম প্রতিদিন শেখ মহিউদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে দক্ষিণ জেলা বিএনপিতে প্রাণচাঞ্চলে ফিরে এসেছে