রাজধানীর শাহবাগ অবরোধ করে রেখেছেন কোটাবিরোধীরা। যদিও পুলিশ তাদের ঘেরাও করে রেখেছিল। কিন্তু বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশি ব্যারিকেড ভেঙে ওই এলাকা পুরোপুরি তাদের দখলে নেন। বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলামোটরের দিকে এগোচ্ছেন তারা। এদিকে, সতর্ক অবস্থানে থাকা পুলিশ একপাশে সরে আসে। আর শিক্ষার্থীরা সড়কের দু’ধারে মানব শেকল তৈরি করে তার মধ্য দিয়ে মিছিলকে পার করে দিচ্ছেন। কোটাবিরোধীদের সমন্বয়কদের দাবি, তারা অহিংস ও সুষ্ঠু আন্দোলনের মাধ্যমে তাদের এক দফা পূরণে আগ্রহী। এজন্য এই ব্যবস্থা নিয়েছেন তারা।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে নিউমার্কেট ও সায়েন্সল্যাবে অবস্থান নিতে গেলে সেখানে পুলিশি বাধার মুখে পড়েন কোটাবিরোধীরা। সেখানের কোটাবিরোধীদের দাবি, তারা শাহবাগের দিকে এগোতে চাইলে বাধা দেয় পুলিশ।
শাহবাগে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ। কোটাবিরোধীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে এগোতে চাইলে ব্যারিকেড দিয়ে রাখেন তারা। তবে, সেই ব্যারিকেড ভেঙে ফেলেন কোটাবিরোধীরা। পরে তারা এগোতে থাকলে একপাশে সরে যান পুলিশ সদস্যরা। কোটাবিরোধীরা যতো এগোতে থাকেন, ততই সেখান থেকে পিছু হটতে থাকে পুলিশের সাজোয়া যান ও জলকামান। এখন এগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছে।
যদিও প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আদালতের দরজা তাদের জন্য সবসময় খোলা আছে। তিনি সবাইকে ঘরে ফিরে যেতে বলেছেন। অন্যদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দাবি, শিক্ষার্থীদের ফাঁদে ফেলে নতুন আন্দোলনের পাঁয়তারা করছে বিএনপি। তবে, এসব অভিযোগ অস্বীকার করেছে বিএনপি।