শেখ হাসিনার পদত্যাগে রাজধানীতে রাস্তায় উল্লাসে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। বেলা ৩টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জনতার ঢল নামে। এ সময় নানা শ্রেণি-পেশার হাজারো মানুষকে রাস্তায় উল্লাস করতে দেখা যায়। সড়কটি জনস্রোতে পরিণত হয়।
এর আগে গণভবনে ঢুকে যে যা পরছে নিয়ে যাচ্ছে। আন্দোলনরত মানুষের ঢল সেখানে। আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গণভবন অভিমুখে রওনা করেন তাঁরা। একপর্যায়ে বিনা বাধায় গণভবনে ঢুকে পড়েন।
এ সময় বিভিন্ন চেয়ার-টেবিল, আসবাব, যন্ত্রপাতি, ব্যবহার্য জিনিস নিয়ে উল্লাস করতে করতে যেতে দেখা যায় তাঁদের।
আজ সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে ঢাকা ক্যান্টনমেন্টের দিকে যান। সেখান থেকে বিমানবন্দর হয়ে দেশ ছাড়েন। দায়িত্বশীল সূত্র বলছে, তিনি ভারতের রাজধানী দিল্লি যাবেন।
এদিকে বিকেল ৪টার দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে ভাষণ দেন। এর পরই শত শত মানুষ শহরের বিভিন্ন রাস্তায় নেমে পড়ে। কোথাও কোথাও কর্তব্যরত সেনাসদস্যদের সঙ্গে মানুষকে হাত মেলাতে দেখা যায়।