আজ মঙ্গলবার সকাল ১১.৩০ থেকে দুপুর ১.০০ পর্যন্ত সড়কের শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের লোহগড়ায় মোবাইল কোর্ট পরিচালিত হয় ।
লোহাগড়ার সরকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল-এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টমেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক
জনাব মোঃ শাহাদাত হোসেন চৌধুরী, বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারি মোটরযান পরিদর্শক জনাব আব্দুল মতিন, বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারি আল-ফরহাদ ও এমিল চাকমা ।মোবাইল কোর্টের বিবরণ :মোট মামলা – ১৭টি,মোট জরিমানা – ২৮,০০০/-।
মামলার বিবরণ :
১. রুট পারমিট বিহীন – ০২টি,
2. ২. ড্রাইভিং লাইসেন্স বিহীন – ০৫টি,৩. ট্যাক্স টোকেন বিহীন – ০৩টি,৪. ফিটনেস – ০৫টি,৫. হেলমেট বিহীন – ০২টি।মোবাইল কোর্ট সার্বিকভাবে সহযোগিতা করেন লোহাগড়া থানা পুলিশ।
চট্টগ্রাম প্রতিদিন বিআরটিএ এর উদ্যোগে লোহাগাড়ায় মোবাইল কোর্ট পরিচালিত, মামলাও জরিমানা