চ্ট্টগ্রামের হাটহাজারী থানার অন্তর্গত দঃ পাহাড়তলী ১ নং ওয়ার্ড, ঠান্ডাছড়ি টু সেকান্দর কলোনীর প্রবেশমুখে এস, আলম গ্রুপের স্থাপিত আনসার ক্যাম্প প্রত্যাহার করা হউক। এদের গুলিতে সেকান্দর কলোনীর মোঃ কোরবান আলী সওদাগরের ছেলে আলী আকবর নিহত হয়,কোন বিচার পাওয়া যায়নি, এরা এখনও বহাল তবিয়তে আছে। সিটি করপোরেশনে ২০১৮ সালে টেন্ডারের মাধ্যমে ঠান্ডা ছড়ি টু নগর কানন টু আকবরশাহ কলোনী পর্যন্ত রাস্তা সংস্কার ও উন্নয়ন করতে কাজে হাত দিয়েছিল, এস, আলম গ্রুপের আনসার বাহিনীর বাধার কারণে ঠিকাদার কাজ করতে পারেনি।এ রাস্তা দিয়ে অত্যন্ত মানবেতর ভাবে ১০/১২ হাজার লোক চলাচল করে। ১।সেকান্দর কলোনী ২। রহমান কলোনী ৩।বরইতলা কলোনী ৪।নগর কানন আবাসিক, আকবরশাহ মহল্লা ৫। বেড়া কলোনী ৬।নাচনী খোলা এ সব এলাকার লোক উক্ত আনসার ক্যাম্পের সামনে দিয়ে চলাচল করে।সমস্যা হলো আনসার বাহিনী নির্মাণ সামগ্রী পরিবহনে বাধা দেয়, রাস্তা উন্নয়ন করতে দেয় না। তাই আমরা চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্রতিনিধি,হাটহাজারী থানা,ডিবিসি নিউজ, যমুনা টিভি,দিগন্ত টিভি,সময় টিভি,মাই টিভি,সকল ইলেকট্রনিক মিডিয়া,সকল প্রিন্ট মিডিয়া,দেশ প্রেমিক সেনাবাহিনী,চসিক প্রশাসক মহোদয়, আনসারও ভিডিপির উপমহাপরিচালক, চট্টগাম রেঞ্জ,স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সকলের সুদৃষ্টি আকর্ষণ করছি যে এদের অত্যাচার থেকে এলাকাবাসীকে মুক্তির ব্যবস্থা করুন। অতিসত্বর রাস্তা টি উন্নয়নের পদক্ষেপ নিন, জনস্বার্থে সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোরদার দাবী জানান
আনসার ক্যাম্প প্রত্যাহার ও অত্র এলাকার বাসিন্দা আলী আকবর হত্যাকারী এস আলম গ্রপ এর বিচার চাই।
অতিসত্বর রাস্তা টি উন্নয়নের পদক্ষেপ নিন, জনস্বার্থে সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান চসিকের ১ নং ওয়ার্ডের নগর কানন আবাসিক এলাকাবাসীর পক্ষে সাংবাদিক আশরাফ উদ্দিন নাহিদ।
চট্টগ্রাম প্রতিদিন আনসার ক্যাম্প প্রত্যাহার ও আলী আকবর হত্যাকারী এস আলম গ্রুপের বিচার...