যুগোপযোগী সংস্কার প্রস্তাব তৈরি করতে ছয় কমিটি বিএনপির

রাষ্ট্র মেরামতে একটি পুর্নাঙ্গ যুগোপযোগী সংস্কার প্রস্তাব তৈরি করতে ছয়টি শক্তিশালী সংস্কার কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। সংস্কার প্রস্তাব তৈরিতে কাজ শুরু করেছে কমিটি। ভিশন টোয়েন্টি থার্টি ও ৩১ দফার আলোকেই প্রস্তাবনা তৈরি করা হবে বলে জানিয়েছে কমিটির সদস্যরা। প্রস্তাব তৈরি করতে কমিটিকে সময় দেয়া হয়েছে এক মাস। এরপর সংস্কার কমিটির প্রস্তাবনা গুলো সরকারের গঠিত সংস্কার কমিশনের কাছে বিএনপি তুলে ধরবে বলে জানিয়েছে দলটির নেতারা।

দীর্ঘ দেড় যুগ ক্ষমতা আঁকড়ে থাকতে গিয়ে সংবিধানসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার । জুলাই- আগষ্ট গণ-অভ্যুত্থানের পর সংবিধান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী করে গড়ে তুলতে ছয়টি সংস্কার কমিশন করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।

বিএনপি রাষ্ট্র সংস্কারে আগেই ভিশন টোয়েন্টি থার্টি এবং ৩১ দফা ঘোষনা করেছিল। এবার রাষ্ট্র সংস্কারে অন্তবর্তী সরকারের ছয়টি কমিশনের সাথে মিল রেখে সংবিধান, নির্বাচন কমিশন ব্যবস্থা, পুলিশ, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশনের সংস্কার প্রস্তাব তৈরি করতে ছয়টি সংস্কার কমিটি গঠন করেছে দলটি।

বিএনপির সংস্কার কমিটি অভিজ্ঞদের পরামর্শ নিয়ে একটি যুযোপযোগী প্রস্তাবনা তৈরি করবে বলে জানান সংস্কার কমিটির আহবায়করা।

বিএনপির সংস্কার প্রস্তাবনাগুলো সরকারের কাছে দেয়ার পাশাপাশি জনগনের সামনে তুলে ধরা হবে বলে জানান বিএনপি নেতারা।