চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দূর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে মটর সাইকেল দূ’র্ঘ’ট’নায় ২ জন নিহত হয়েছে। প্রত্যক্ষ্দর্শীরা জানান শুক্রবার রাত ১টার দিকে দ্রুতগতির একটি বাইক (চট্টমেট্রো-ল ১৭-৪৩১৮) এক্সপ্রেসওয়ের ওয়ালে সজোরো আঘাতহানে এতে ঘটনাস্থলে ২ জন নিহত হয় । নি’হ’তদের পরিচয় পাওয়া যায়নি। লা’শ পুলিশ হেফাজতে আছে।