চট্টগ্রাম আদালতে চিন্ময় দাস কাণ্ডে ৩ মামলা, আসামি ১৪৭৬

চট্টগ্রামের আদালত এলাকায় চিন্ময়কাণ্ডে পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে এক হাজার ৪৭৬ জনকে।

আজ বুধবার (২৭ নভেম্বর) কোতোয়ালি থানা পুলিশ এসব মামলা করে বলে জানিয়েছেন অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।

পুলিশের করা এসব মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও এক হাজার ৪০০ জনকে আসামি করা হয়। তবে এখনও আইনজীবী হত্যার ঘটনায় কোনো মামলা হয়নি।

পুলিশ বলছে, এখন পর্যন্ত ওই সংঘর্ষের ঘটনায় মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে ২০ জন পুলিশের ওপর হামলা করেছে এবং সাতজন আইনজীবী আলিফ হত্যায় জড়িত।

এদিকে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মরদেহ জানাজা ও দাফন শেষে চট্টগ্রাম নগরে ফিরছেন তাঁর সহকর্মীরা। তবে হত্যার ঘটনায় তাঁরা মামলা করেননি। মামলার বিষয়ে ওই আইনজীবীর পরিবার এবং সহকর্মীরা মিলে আজ রাতে সিদ্ধান্ত নেবেন।

আদালতে হামলার সময় পুলিশের ১২ সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এ ছাড়া ভাঙচুর করা হয়েছে পুলিশের একটি গাড়িও।

জানা গেছে, কোতোয়ালী থানার আদালত প্রাঙ্গণ, রঙ্গম সিনেমা হল এবং কোতোয়ালী মোড়—এই তিন এলাকায় পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে। পৃথক তিন ঘটনায় পৃথকভাবে কোতোয়ালী থানা পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করেছে।

এসব মামলায় আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৬০০ থেকে ৭০০ জন, রঙ্গম সিনেমা হলের সামনে সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে এজাহারনামীয় করে অজ্ঞাতপরিচয় ৩০০ থেকে ৪০০ জন এবং কোতোয়ালী মোড়ের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আড়াইশ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ আজ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এপিপি সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয় ।